টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব-১৪। অভিযানে ১৯ হাজার ৪৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
এসময় মানিক চন্দ্র শীল (৫০) নামে একজনকে হাতেনাতে আটক করে র্যাব।
শুক্রবার বিকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।
তিনি জানান, সিপিসি-৩ এর একটি দল মধুপুর পৌর এলাকার দৈনিক বাজারে অভিযান চালায়। সেখানে ‘মানিক স্টোর’-এর ছয়টি গুদামে পরিবেশ দূষণকারী এই বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার প্রস্তুতির সময় আসামীকে আটক করা হয়।