মোঃ আঃ মালেক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা এলাকায় ইউনিয়ন পরিষদের নির্মাণ অনুমোদন (বিল্ডিং পারমিট) ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) সরেজমিনে গিয়ে দেখা যায়, জাজিরা ব্রিজের পূর্ব পাশে নাল জমিতে শ্রেণি পরিবর্তন করে ও ইউনিয়ন পরিষদের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ফারুক ফরাজি।
এ বিষয়ে প্রশ্ন করা হলে ফারুক ফরাজি স্বীকার করে বলেন, “আমার বিল্ডিং নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। নাল জমির শ্রেণি পরিবর্তনের জন্যও কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।”
আধারা ইউনিয়ন পরিষদের সচিব বল হরি বাড়ৈ বলেন, “ইউনিয়ন পরিষদ এলাকায় যে কেউ স্থায়ী স্থাপনা নির্মাণ করলে চেয়ারম্যান বরাবর আবেদন করে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ফারুক ফরাজি বিল্ডিং পারমিট নেননি।”ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির হোসেন বলেন, “বিল্ডিং নির্মাণের জন্য ফারুক ফরাজি কোনো অনুমতি নেয়নি। তবে নাল জমির শ্রেণি পরিবর্তনের বিষয়ে এসিল্যান্ড ও ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে নিয়ম অনুযায়ী যে কোনো ভবন নির্মাণের আগে নিচের কাগজপত্র ও অনুমোদন বাধ্যতামূলক:
সনদপ্রাপ্ত স্থপতি/ইঞ্জিনিয়ার কর্তৃক প্রস্তুত বিল্ডিং প্ল্যান, লে-আউট/সাইট প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন (বহুতল বা ভারী কাঠামো হলে), সয়েল টেস্ট (২ তলার বেশি হলে), ইউনিয়ন পরিষদের নির্মাণ অনুমোদন (Building Permit), মালিকানার কাগজপত্র, কর রশিদ, জাতীয় পরিচয়পত্র, প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের অনুমতি ও বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
স্থানীয় জনগণের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের ফলে এলাকা পরিকল্পনাহীন উন্নয়নের ঝুঁকিতে পড়ছে। প্রশাসনের হস্তক্ষেপে স্থাপনা নির্মাণ বন্ধসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।