মাস কয়েক আগে গিয়েছিলেন মার্কিন মুলুকে, দেশটির ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউইয়র্কসহ বিভিন্ন জায়গা, এমনকি ঢু মেরেছেন কানাডাতেও। শুধু ঘোরাঘুরিই নয়, যুক্তরাষ্ট্রের ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে করেছেন অভিনয়ের শর্ট কোর্সও। কিছুদিন আগেই ফিরেছেন দেশে। দেশে ফিরে এখনো দাঁড়াননি ক্যামেরার সামনে।