কক্সবাজার প্রতিনিধি
পানিতে ডুবে আব্দুল্লাহ (১) ও জোসনা আকতার (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বড় মৌলভী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার চরপাড়া এলাকার ইলিয়াসের ছেলে এবং জোসনা আকতার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমদের মেয়ে।
শনিবার সকালে পুকুরের পাশে খেলার সময় আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জোসনা পানিতে নেমে গেলে দু’জনই পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মো. ইলিয়াস ও তার স্ত্রী কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় শুটকি শুকানোর কাজে মজুরি ভিত্তিতে কাজ করতে আসেন। ছোট সন্তান আব্দুল্লার দেখাশোনার সুবিধার জন্য ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের মেয়ে জোসনা আকতারও তাদের সঙ্গে ছিল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় দুই শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।