চতুর্থ সনি-স্মার্ট জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতা-২০২৫ এ অংশ নিয়ে ১৬টি স্বর্ণপদক, ১৮টি রৌপ্যপদক এবং ৩৪টি তাম্রপদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাধীন দল রাজধানীর আগারগাঁওয়ের স্মার্ট স্পোর্টস একাডেমির প্রতিযোগীরা।
এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশব্যাপী ব্যাংক, বীমা, জেলা, বিভাগ, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিমানসহ মোট ৪০টি সংস্থার পক্ষে ৯০০ জন পুরুষ এবং ৩০০ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করেন। এতে সর্বোচ্চ স্বর্ণপদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ ব্যাংক কারাতে দলের প্রতিযোগিরা।
সম্প্রতি ঢাকার মিরপুরের মেহফিল কনভেনশন হলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি আয়োজন করে বাংলাদেশ জাতীয় সিতোরিউ কারাতে ফেডারেশন।