November 15, 2025, 6:45 pm
শিরোনাম :
মোরেলগঞ্জে ২৫৭ শিক্ষার্থীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বেসরকারি বৃত্তি পরীক্ষা। মুন্সীগঞ্জে নিয়মনীতি না মেনে বহুতল ভবন নির্মাণ করছে ফারুক ফরাজি মোরেলগঞ্জে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত রোহিঙ্গাদের অবশ্যই ফেরত পাঠানো হবে বিএনপি ক্ষমতায় গেলে – শাহজাহান চৌধুরী সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ক্রস ফায়ার আর গুমের ভয় দেখিয়ে সন্ত্রসীদের দমন করতে চাইনা ——- পুলিশের আইজি বাহারুল আলম পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশের সর্ববৃহৎ গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের বেশিরভাগ ঘর এখন ফাঁকা

সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ইবাদত হোসেন

ইবাদত হোসেন

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ( অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় ১৭ নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে, আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে। কোথাও যাতে কোন বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবেন। এ-উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগন, রাজনৈতিক দল নির্বাচনমুখী। তারা প্রার্থী ঘোষনা করেছে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষনার পর লটারীর মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে।
নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষে ১ লাখ সেনাবাহিনী সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজর বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্ট গার্ড , ৮ হাজার র ্যাব এবং সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেইজ অগ্রযাত্রা এবং
পটুয়াখালী জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিকেলে তিনি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা